Overall length, width and height of the harvester are 900 mm, 850 mm and 850 mm, respectively. Flat iron columns are welded on the blade in such a way that blade is inclined to the ground at an angle of 20° when column is vertical. Blade is 540 mm long and 325 mm wide and 6 mm sharpen at front. It is provided with a 50 x 50 x 6 mm angle iron at the rear bottom to increase its strength against bending. Single ridge opening devices can be bolted through opener bases at spacing of either 310 mm or 210 mm. In front of the conveyer chain there is high carbonated steel shovels bolted. In operating process, ridge cutter blade enters the ridge below the potato zone and cuts the ridge slice from the main soil mass. The cut ridge slice with tubers comes over high speed ladder type conveyer belt and most of the soil clods broken in small pieces and dropped among gapes of conveyer belt sticks and the potatoes are separated. The separated tubers are thrown behind the machine on loose soil surface.
বারি উদ্ভাবিত আলু উত্তোলন যন্ত্র পাওয়ার টিলারের সাথে সংযুক্ত হয়ে আলুকে মাটির গভীর থেকে উপড়িয়ে মাটির পৃষ্ঠে উম্মুক্ত করে। সার্বিকভাবে লম্বায়, প্রশস্ততায় ও উচ্চতায় এ যন্ত্রের মাপ ক্রমান্বয়ে, ৯০০ মিমি, ৮৫০ মিমি ও ৮৫০ মিমি। ফ্লাট আয়রন কলাম ব্লেডের উপর উলম্বভাবে ঝালাই করা থাকে যা মাটির সাথে ২০০ কোণে আনত থাকে। ব্লেডটি ৫৪০ মিমি লম্বা, ৩২৫ মিমি প্রশস্ত ও ধারালো অংশটি সামনের দিকে ৬ মিমি আগানো থাকে। যন্ত্রের পেছন দিকে নিচে ৫০×৫০×৬ মিমি এর একটি কোণ লোহা (এ্যাঙ্গেল আয়রন) লাগানো থাকে যা যন্ত্রটির বেকে যাওয়ার বিরুদ্ধে শক্তিশালী করে। সিঙ্গেল রিজ ওপেনিং ডিভাইসকে বোল্ট দ্বারা লাগানো হয় যথাক্রমে ৩১০ বা ২১০ মিমি দূরত্বে। কনভেয়ার চেইনের সামনে একটি উচ্চ মাত্রার কার্বন সম্বলিত ষ্টিল এর বেলচা বোল্ট দ্বারা লাগানো থাকে। যন্ত্রের কার্যপদ্ধতিতে রিজ কাটার ব্লেড বেডের নিচে রিজের অভ্যন্তরে আলু জন্মানোর স্থানে প্রবেশ করে রিজকে ফালিতে বিভক্ত করে। বিভক্তিকৃত রিজ কন্দাল সহকারে দ্রুতগামী মইয়ের কনভেয়ার বেল্টের সহিত বাইরে বের হয়ে আসে ও বেশিরভাগ মাটির চাকতি ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে যায় এবং গুড়ো হওয়া মাটির চাকতি কনভেয়ার বেল্ট স্টিকের ফাকের মাঝে পড়তে থাকে ফলে আলু মাটি থেকে আলাদা হয়ে যায়। যন্ত্রটি আলগা হওয়া আলুকে যন্ত্রের পেছনে নরম মাটিতে ছুড়ে ফেলে।
উপরে উল্লেখিত ব্যবস্থা সু-নিশ্চিত করার পর পাওয়ার টিলারকে চালু করতে হবে। পাওয়ার টিলারকে আলুর রিজের দিকে স্থাপন করে রোটারিতে (ঘূর্ণায়মান অংশে) শক্তি হস্তান্তর করতে হবে এবং পাওয়ার টিলার সামনের দিকে ৩ কিমি/ঘন্টা গতিবেগে চালালে যন্ত্রের সর্বোচ্চ পরিমান কার্যক্ষমতা পাওয়া যাবে।