Material presented on this Portal may be reproduced free of charge in any format or media without requiring specific permission. This is subject to the material being reproduced accurately and not being used in a derogatory manner or in a misleading context. Where the material is being published or issued to others, the source must be prominently acknowledged.
এই পোর্টালে উপস্থাপিত বিষয়গুলি কর্তৃপক্ষের নির্দিষ্ট অনুমতি ব্যতিরেকে বিনা মূল্যে ব্যবহার করা যেতে পারে। তবে এ সফটওয়্যার থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে এবং এটি কোন ভাবেই অপ্রাসঙ্গিকভাবে বা বিভ্রান্তির সৃষ্টি হয় এমন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এ সফটওয়্যার থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত যদি কেউ ব্যবহার করেন অথবা প্রকাশনায় ব্যবহার করলে তার উৎস অবশ্যই উল্লেখ করতে হবে।